Khoborerchokh logo

কুষ্টিয়ায় স্কুল ব্যাগে বইয়ের পরিবর্তে মিললো ৯০০ গ্রাম গাঁজা । 249 0

Khoborerchokh logo

ছবি , হাবিবুর রহমান হাবিব


কুষ্টিয়া প্রতিনিধি, ওয়াহিদুজ্জামান অর্ক
১১/০২/২০২০,মঙ্গলবার : কুষ্টিয়ায় গাঁজাসহ হাবিবুর রহমান হাবিব (২১) নামে এক যুবককে আটক করেছে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ। 
আজ মঙ্গলবার (১১ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পোড়াদহ রেলওয়ে জংশন স্টেশনের ৩নং প্লাটফর্ম থেকে ওই যুবককে আটক করা হয়। কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। আটক হাবিবুর রহমান হাবিব চুয়াডাঙ্গা সদর উপজেলার রেলপাড়ার মৃত নুরুজ্জামানের ছেলে।
পোড়াদহ রেলওয়ে থানার এসআই মো. সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ট্রেন থেকে নামার পর হাবিবুর রহমান হাবিব নামে এক যুবকের ব্যাগে তল্লাশি চালানো হয়। এসময় তার স্কুল ব্যাগ থেকে ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে গাঁজার চালানটি ঢাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছিলো। এ ব্যাপারে পোড়াদহ রেলওয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com